উপর্যুক্ত বিষয়ে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক অদ্য ২৯/০৫/২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ বেলা ১০.০০ ঘটিকায় ওএমএস ডিলার জনাব মোঃ তারা মিয়া, বাসস্ট্যান্ড কাঁচা বাজার বিক্রয়কেন্দ্র পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উক্ত বিক্রয়কেন্দ্র বন্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় এবং কিছু গ্রাহককে অপেক্ষমান অবস্থায় পাওয়া যায়। বিক্রয়কেন্দ্রে পরিচালনায় নিয়োজিত ট্যাগ অফিসার জনাব হুমায়ুন কবীর, খাদ্য পরিদর্শককে, বাসস্ট্যান্ড কাঁচা বাজার বিক্রয় কেন্দ্র কিংবা তার আশেপাশে উপস্থিত পাওয়া যায়নি। বিক্রয়কেন্দ্র বন্ধ রাখা এবং ট্যাগ অফিসার বিক্রয় কেন্দ্রে অনুপস্থিত থাকা ওএমএস নীতিমালা-২০১৫ এর ৪(ক) ধারা এবং ৪(ঘ) ধারার পরিপন্থী। পরবর্তীতে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং ডিলারকে মুঠোফোন মারফত অবহিত করা হলে তাদের উপস্থিতিতে বিক্রয়কেন্দ্র খুলে বাস্তব মজুদ যাচাই করা হয়। চাল ও আটার বাস্তব মজুদ সঠিক পাওয়া যায়।
এমতাবস্থায় নির্ধারিত সময়ে বিক্রয়কেন্দ্র খোলা না রাখা এবং গ্রাহক হয়রানি করার অপরাধে সংশ্লিষ্ট ডিলারকে আগামী সাত বিক্রয় দিবস বিক্রয় কার্যক্রম থেকে বারিত করা হল এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার জনাব হুমায়ুন কবীরকে অত্র পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মাঝে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হল।
পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশীপ বাতিল সহ অধিকতর কঠোর দণ্ডারোপ করা হবে এবং দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস