Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খাদ্যবান্ধব কর্মসূচির ভোক্তাদের ডাটাবেজ এ তথ্য আপলোড ও হালনাগাদকরণ প্রসঙ্গে ।
বিস্তারিত

সূত্র:    (১) খাদ্য অধিদপ্তরের ১০ জুলাই ২০২৪ খ্রি. তারিখের ৯৩ নং স্মারক।

         (২) উখানি দপ্তর, মানিকগঞ্জ সদরের ১২.০৫.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের ৫০৫ নং স্মারক।


উপর্যুক্ত বিষয়ের ও সূত্রস্থ স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, খাদ্যবান্ধব কর্মসূচির ডাটাবেজ হালনাগাদকরণের লক্ষ্যে মৃত ও ভিডব্লিউবি তালিকাভুক্ত ভোক্তাগণের প্রতিস্থাপন, অযাচাইকৃত ভোক্তাদের পুনরায় সিস্টেমে আপলোড, ইউডিসি কর্তৃক ভোক্তাগণের যাচাই ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক অনুমোদনের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে আপনার ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির মৃত ভোক্তাগণের এনআইডি কার্ডের অনুলিপি, অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ ও নতুন আপলোডযোগ্য (ভিডব্লিউবি তালিকাভুক্ত ভোক্তাদের প্রতিস্থাপণসহ) তালিকার সফটকপি (ইউনিকোড নিকস ফন্ট ব্যবহার করে মাইক্রোসফট এক্সেল) ও হার্ড কপি ইউনিয়ন খাদ্য বান্ধব কমিটির মিটিং এর রিজ্যুলুশ্যনসহ আগামী ১৭/০৭/২০২৪ খ্রি. তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।   



উল্লেখ্য গত ১২.০৫.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের ৫০৫ নং স্মারকে ২৩.০৫.২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলা ভুক্ত ১০টি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচীর অবশিষ্ট উপকারভোগীদের তালিকা চাওয়া হলেও মাত্র ০৫টি ইউনিয়ন যথাক্রমে বেতিলা মিতরা, পুটাইল, হাটিপাড়া, ভাড়ারিয়া এবং কৃষ্ণপুর ইউনিয়ন তালিকা প্রদান করেছিলেন। বারংবার অনুরোধ, রেজিস্ট্রি ডাকে চিঠি প্রেরণ এবং ই -মেইল এ পত্র প্রেরণ করা সত্ত্বেও তালিকা প্রদান না করা হেতু সরকারি অনুমোদন এবং চাহিদা থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক খাদ্য বান্ধব কর্মসূচী হতে নিম্নোক্ত ছক অনুযায়ী বিভিন্ন ইউনিয়নের ভোক্তারা বঞ্চিত হচ্ছেন। ইউডিসি কর্তৃক অযাচাইকৃত, ভিজিডিতে তালিকাভুক্ত হওয়ার কারণে এবং মৃত্যু জনিত কারণে বাতিলকৃত ভোক্তাদের তালিকা এবং তাদের পরিবর্তে প্রতিস্থাপিত ভোক্তাদের তালিকা নির্ধারিত সময়ে প্রেরণ করা না হলে আরো বেশী ভোক্তা সরকারের এই মহতী উদ্যোগ হতে বঞ্চিত হবেন।


প্রকাশের তারিখ
11/07/2024
আর্কাইভ তারিখ
31/07/2024